খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসনের স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান ।
মনোনয়নপত্রের সঙ্গে সমীর দত্ত চাকমার জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সমীর দত্ত চাকমা জমা দেওয়া স্বাক্ষরে ৭ জন ভোটারের গরমিল পাওয়া যায়।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। সমীর দত্ত চাকমা সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র বহাল রাখার জন্য তিনি নির্বাচন কমিশন বরাবর আপিল করবেন। ২৯৮ নং খাগড়াছড়ি আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights