খামার কর্মীদের হাত-পা বেঁধে ৫ গরু ডাকাতি, ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে খামারের কর্মীদের বেঁধে পাঁচটি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল। গরু ডাকাতির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভিডিওটি ভাইরাল হতে থাকে। পরে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় খামারের মালিক হানিফ মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

হানিফ মিয়া চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা। তিনি একজন মাংস ব্যবসায়ী।

ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, গামছা দিয়ে মাথা বাঁধা এক ডাকাত প্রথমে খামারটিতে প্রবেশ করে একটি গরু টেনে বের করছে। এ সময় খামারে প্রবেশ করে গামছা দিয়ে মুখ ঢাকা আরও দুই ডাকাত। খামারের ডান পাশের খাটের ওপর মশারির নীচ থেকে বৃদ্ধ লোক বের হতে চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে ডাকাত দল। তখন তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, পরে একে একে আরও চারটি গরু নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনার পরদিন চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন খামারের মালিক হানিফ।

তিনি জানান, খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন তিনি। রোজার আগের দিন ১ মার্চ রাতে তার খামারের দুই কর্মী ইদ্রিস ও রানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে একদল ডাকাত খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা খামারের দুই কর্মী ইদ্রিস ও রানার হাত-পা বেঁধে ফেলে। খামারে থাকা সাতটি গরুর মধ্যে একে একে তারা পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য সাড়ে ৮ লাখ টাকা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খামারের মালিক মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে। ডাকাত চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights