খিলগাঁওয়ে ভাইয়ের হাতে বোন খুন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন রুমি আক্তার (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই মো. বাবুল (৫৫)।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও নবীনবাগ নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছালামকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মৃত রুমি খিলগাঁও পশ্চিম নবীন বাগের স্থায়ী বাসিন্দা মৃত আবুল হাশেমের মেয়ে। তার স্বামীর নাম মো. জহির।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত বাবুল বলেন, ছোট ভাই মো. ছালাম মাদকাসক্ত। ঠিকমতো কাজকর্ম করে না। তার স্ত্রী জুলেখা বেগমকেও মারধর করে। এ কারণে তার স্ত্রী আজকে বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে চায়। এ নিয়ে তিনি ছোট ভাই ছালামকে তার স্ত্রীকে যেতে নিষেধ করতে বললে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে বাবুলকে ধারালো কাঁচি দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে পরে। ছোট বোন রুমি আক্তার বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে সেখান থেকে বড় ভাই বাবুল ও রুমি আক্তারকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আহত বাবুল ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত বাবুল জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights