খুমেক হাসপাতালে ৬২ ডেঙ্গু রোগী ভর্তি
অনলাইন ডেস্ক
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন।
মঙ্গলবার (৮ আগস্ট ) খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৪৮১জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।