খুলনায় জামায়াতের কর্মী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্রকে বিনষ্ট করেছিলো। অত্যাচার ও নির্যাতনের কারণে ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী দেশে থাকতে সাহস না পেয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।
শুক্রবার খুলনার পূর্বরূপসা রেলস্টেশন মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা লবিবুল ইসলাম।
সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বিগত সময়ে মানুষ তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার ছল চাতুরি করলে বা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলে জনগন মেনে নিবে না। তিনি বলেন, আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই। সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা দ্রব্যমূল্যের সিন্ডিকেট তছনছ করে দেন। জনগণকে স্বস্তি-শান্তি দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন। তিনি নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা এমরান হুসাইন, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মুন্সি মিজানুর রহমান।