গজারিয়ায় অবৈধ কারখানা গুঁড়িয়ে দিলেন ইউএনও
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় চুনা, ঢালাই ও মার্বেল তৈরির অবৈধ তিনটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ চুনা কারখানার চুল্লি। এছাড়াও সংশ্লিষ্ট দুইজনকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জামালদী, বালুয়াকান্দি ও বাউশিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর আক্তার।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার জেলার শাঘাটা উপজেলার টুকু মিয়ার ছেলে শিপনকে দেড় লাখ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শওকত আলম মুক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনূর আক্তার বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে ঢালাই, চুনা, ও মার্বেল কারখানা চলছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। বাউশিয়া এলাকায় গড়ে উঠা চুনা কারখানাকে পূর্বে অর্থদণ্ড প্রদান করে অবৈধ কারখানা বন্ধে মুচলেকা দেয়া সত্বেও কার্যক্রম অব্যাহত রাখায় কারখানার চুল্লি এক্সেভেটরের সাহায্যে ভেঙে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি দুইটি কারখানার স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী গজারিয়া ক্যাম্প ও গজারিয়া থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।