গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলারকুর্শা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে নিজ ঘর থেকে জহির উদ্দিন (৫৪) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত পশিন উল্লাহ ছেলে জহির উদ্দিনের লাশ নিজ শয়নকক্ষে বাঁশের সাথে গলায় ফাঁস লটকানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছির বিল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে।