গলা কাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের পীরগাছার একটি কলা বাগান থেকে শের আলী (৫৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পাওটানা রোডের ব্রাহ্মণীকুন্ডা বাজার সংলগ্ন কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। নিহত শের আলী ওই এলাকার মৃত মানিক উল্ল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্রাহ্মণীকুন্ডা বাজারের পূর্বপাশের একটি কলা বাগান থেকে গলা কাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্তের জের ধরে শের আলীকে গলাকেটে হত্যার পর কলাবাগানে তার মরদেহ ফেলে রেখে যান প্রতিপক্ষ।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, লাশ ময়না তদন্দের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা তাকে হত্যা করল বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।