গাইবান্ধায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ ধীরেন্দ্রনাথ সাহা (৬২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা বাইপাস সড়কের নাকাইহাট এলাকার আড়ালী বিলের একটি ব্রীজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিলের পানিতে কচুরি পানার সাথে ভাসমান অবস্থায় ছিল।
ধীরেন্দ্র্রনাথ উপজেলার তালুককানু পুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত হৃদয় নাথ সাহার পুুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে ধীরেন্দ্রনাথ নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজের ব্যাপারে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করা হয়। পরে শনিবার সকাল ১১টার দিকে কচুরিপানার সাথে একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। এই খবর মূহুতের্র মধ্য ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন শত শত উৎসুক জনতা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানা একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে।