গাইবান্ধায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নব-গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
শনিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নিউ মার্কেটের সামনে থেকে ওইখানে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ইমাম হাসান আলাল, রিফাত সরকারসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কমিটিকে অভিনন্দন জানান। সেই সাথে ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।