গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় আল-মামুন মন্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন সাবেক ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। তিনি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের ঢাকা-রংপুর মহাসড়কে আল মামুন মন্ডল অবস্থান করছিলেন। এরই মধ্যে একদল দুর্বৃত্ত তাকে হামলা করে। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন।
এব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামের এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছে পু্লশি। এখন আইনী প্রক্রিয়া চলছে।