গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় মাদকদ্রব্য ৭২০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাহবুব আলম (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ এলাকার গিয়াস উদ্দিন মুন্সির ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক উপজেলার চারমাথার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথার মোড়ে চেকপোস্ট পরিচালনা করে। এসময় যানবাহনে তল্লাশি করে ৭২০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পল উদ্ধারসহ মাহাবুবকে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights