গাইবান্ধায় সরকারি খাল দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি খালে মাটি ভরাট করে তা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ফররুখ আহমেদ নামে এক ব্যক্তি ফুলছড়ির সহকারী কমিশনার (ভূমি) বরাবরে এ লিখিত অভিযোগে করেন। অভিযুক্ত ব্যক্তি জাহাঙ্গীর আলম। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মৌজার উপর দিয়ে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সীমানা হয়ে ছালুয়া মৌজা দিয়ে একটি সরকারি খাল ঘাঘট নদীতে পতিত হয়েছে। খালটির বুড়াইল মৌজার ১নং খতিয়ানের ৫০৭৪ দাগে মাটি কেটে ভরাট করেছেন জাহাঙ্গীর আলম নামের ব্যাক্তি।

এ খালটি ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হতে পারবে না এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে। যে কারণে এ এলাকার কৃষকের কৃষি কাজে ব্যাঘাত সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে বলে লিখিত অভিযোগ থেকে জানা গেছে। এলাকাবাসী খালটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমি সরকারি খাল দখল করি নাই। আমি আমার পৈত্রিক জমিতে মাটি ফেলেছি। সরকার আমাদের এ জমি বাবদ টাকা-পয়সা দেয়নি। খাল বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি অন্য পাশ দিয়ে পানি যাওয়ার নালা করে দেব।

এ ব্যাপারে ফুলছড়ি উপজেরা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম জানান, আমি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights