গাজায় আরও ৭ সেনার প্রাণহানির কথা স্বীকার করল ইসরায়েল
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় নিজেদের আরও সাত সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে ছয়জনই নিহত হয়েছে দক্ষিণ গাজায় সম্মুখ যুদ্ধে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১০৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। গত ২৮ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করে।
তবে তার আগে ৭ অক্টোবর থেকেই গাজার উপর বর্বর আগ্রাসন শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪২৫ (নতুন ৭ জন ছাড়াই) সেনা নিহত হয়েছে। এছাড়া, ১৫৯৩ জন সেনা আহত হয়েছে। এরমধ্যে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে আহত হয়েছে ৫৫৯ সেনা।
তবে শনিবার ইসরায়েলের ইয়িদিয়োত অহরোনথ পত্রিকা জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় পাঁচ হাজারের বেশি সেনা আহত হয়েছে যার মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে। সূত্র: হারেৎজ, টাইমস অব ইসরায়েল