গাজায় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
গাজা থেকে এক জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তার নাম এলিয়া টোলেদানো।
২৮ বছর বয়সী এই তরুণের মরদেহ উদ্ধারের বিষয়টি শুক্রবার জানায় আইডিএফ।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অভিযানের সময় এলিয়াকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা । ইসরায়েলের গণমাধ্যম বলছে, একটি সংগীত অনুষ্ঠান থেকে বন্দি হন তিনি।
ফরেনসিক বিশেষজ্ঞ ও মেডিকেল কর্মকর্তাদের মাধ্যমে ওই তরুণকে শনাক্ত করা হয়েছে।
গত মাসের শেষ দিকে গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে মুক্তি দেওয়া হয় বেশ কয়েকজন জিম্মিকে। এখনও ১৩০ জনের মতো জিম্মি হামাসের হাতে রয়েছে। যাদের কয়েক জনের মৃত্যুর খবরও দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল