গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৩৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত ৩৪ হাজার ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৮৩৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল ২৪ ঘণ্টায় গাজায় ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩ জন। খবর আল-জাজিরার।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৯৩ জন নিহত হন। আহত হন আট হাজার ৭৩০ জন। হামাস ইসরায়েলের প্রায় আড়াইশ জনকে জিম্মি করে। ইসরায়েল পরে গাজায় হামলা শুরু করে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপরও নির্যাতনের ঘটনা বেড়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ৪৬৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত চার হাজার ৮০০জন।
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা বলছে, যুদ্ধে নিহতদের এক তৃতীয়াংশই নারী। অন্তত ১০ হাজার নারী এ যুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া গত ছয় মাস ধরে চলা এই ইসরায়েল-হামাসের এই যুদ্ধে অনেক শিশুও নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights