গাজীপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার সাত জন

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহীম খান।

গ্রেফতাররা হলেন, আরিফুল ইসলাম সোহানুর ওরফে সোহান, মো: মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে রুপচান, মো: বিল্লাল ওরফে বেলাল ওরফে নজরুল, শফিকুল ইসলাম, মো: রুবেল, মো: জাকির হোসেন ও মো: মিজানুর রহমান।

উপ-পুলিশ কমিশনার বলেন, গত ৬ এপ্রিল সন্ধ্যায় দেশীপাড়া এলাকায় ব্যাটারি গোডাউনে ৮/১০ জন লোক নিজদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের নাম করে গোডাউনের লোকজনকে দোতলায় নিয়ে পুরাতন কাপড় ও রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ট্রাকযোগে অটোরিকশা ও আইপিএস এর পুরাতন পরিবর্তনযোগ্য ব্যাটারি, নগদ ৩ লাখ টাকাসহ আনুমানিক ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জিএমপির সদর থানায় ডাকাতি মামলা দায়ের হয়।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গত ১৪ এপ্রিল টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে সন্দেহভাজন আসামি মিজানুরকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিজানুর জানায়, ওই দিন (১৪ এপ্রিল) ইফতারের পর রাজেন্দ্রপুর এলাকায় একইভাবে ডাকাতি করা হবে। পরে মিজানুরকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ কৌশলে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে ডাকাতি করতে আসা ডাকাতরা লাফিয়ে বিভিন্ন দিক দৌড়াদৌড়ি শুরু করলে মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় অপর ৭/৮ জন জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, ব্যাটারি গোডাউনে ডাকাতি করে লুণ্ঠিত ব্যাটারিগুলো বংশাল থানার বাবু বাজার এলাকায় একটি দোকানে বিক্রি করা হয়েছে। সেখান থেকে ক্রেতা রুবেল ও জাকিরকে গ্রেফতার করে তাদের তথ্যমতে, কেরানীগঞ্জের কান্দুলী এলাকা থেকে লুন্ঠিত ১০৩ ব্যাটারি জব্দ করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল, মেট্রোপলিটন পুলিশের পোশাক, ৬টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) রেজওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights