গাজীপুরে যৌথ অভিযানে ৫০ কোটি টাকার ৬ একর বনভূমি দখলমুক্ত
অনলাইন ডেস্ক
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বন বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বিটের বনভূমিতে দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।
সেনাবাহিনী, র্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়। জেলা প্রশাসন ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন।
বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধের নিমিত্তে শুরু হওয়া এ যৌথ অভিযান চলমান থাকবে বলে এতে জানানো হয়েছে।