গুচ্ছে অংশ নেবে না না ইবি

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত উপাচার্য আগামীকাল ইউজিসির মিটিংয়ে উত্থাপন করবেন। রবিবার সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ একটি এজেন্ডা নিয়্ইে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষা যতক্ষণ পর্যন্ত একটি গ্রহণযোগ্য প্লাটফর্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গুচ্ছতে অংশ নেব না। উপাচার্য আগামীকাল ইউজিসির মিটিংয়ে এ সিদ্ধন্তের কথা জানাবেন। উপাচার্য ক্যাম্পাসে ফিরলে ভর্তি কার্যক্রম শুরু হবে।

একাডেমিক কাউন্সিলের সভা সূত্রে জানা গেছে, নিজস্ব ভর্তি কার্যক্রম সহজতর করতে কয়েকটি সুপারিশ করেছে শিক্ষক সমিতি। সেগুলো হলো- অনতিবিলম্বে ভর্তি পরীক্ষার কাজ এগিয়ে নিতে হবে, পহেলা জুলাই থেকে ক্লাস শুরু করতে হবে, শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য নূন্যতম হতে হবে প্রসেসিং হতে যে খরছ হয় শুধুমাত্র সে টাকাটি নিতে হবে এবং ভর্তি জটিলতা বা দীর্ঘসূত্রিতা যাতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ডিনসহ সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ সকালে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেনে শিক্ষক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights