গুঞ্জন সত্যি করে সাতপাকে বাঁধা পড়লেন পরমব্রত-পিয়া

দীপক দেবনাথ, কলকাতা :

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী তার পুরনো বান্ধবী পিয়া চক্রবর্তী। এই পিয়াকেই এর আগে বিয়ে করেছিলেন গায়ক অনুপম রায়। ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরেই পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া।

সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি বিয়ে সারেন পরম ও পিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত এবং পিয়ার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নিকট বন্ধু-বান্ধবরা। সোমবার সন্ধ্যায় পরমব্রত তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি পোস্ট করেন। যেখানে পরমকে দেখা গেছে কমলা রঙের পাঞ্জাবিতে, তার উপরে ঘিয়ে রংয়ের জহরকোট। অপরদিকে, পিয়া পরেছিলেন সাদা ও লাল শাড়ি, সঙ্গে লাল রঙের জামদানি ব্লাউজ, সোনার হার ও দুল, কপালে টিপ ও হালকা মেকআপ।

এই ছবি পোস্ট করে পরমব্রত ক্যাপশনে লেখেন, ‘চলো এবার চলা শুরু করি তুমি আর আমি, যেখানে আকাশে ছড়িয়ে থাকবে কেবল সন্ধ্যার আলো।’ সোমবার সন্ধ্যায় তার এক বন্ধুর আমন্ত্রণ রক্ষা করতে বাড়ি থেকে বেরোতেই বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ের অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে পরমব্রত জানান, ‘অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে, তেমনই লাগছে। আমার এক ছোটবেলার বন্ধুর বাড়িতে ওদের আত্মীয়স্বজনদের সঙ্গে আমাকেও নিমন্ত্রণ জানিয়েছে। আর কিছুই না। ঘরোয়া কিছু রীতি মেনে অনুষ্ঠান হয়েছে। আমি বিয়েটা খুবই প্রাইভেট রাখতে চেয়েছিলাম, শুরু থেকে তাই রেখেছি। কেবলমাত্র আমার পরিবার উপস্থিত ছিল।’ পরবর্তীতে বড় করে রিসেপশনের অনুষ্ঠান করার ইচ্ছে আছে বলে ও জানান পরমব্রত।
উল্লেখ্য, এর আগে, গত দু’বছর ধরে পরম ও পিয়া একসাথে ডেট করছিলেন। যদিও এটা নিয়ে তাদের কেউই মুখ খোলেননি। বছর দুয়েক আগে করোনাকাল ও ঘূর্ণিঝড় যস’এর সময় ত্রাণ বিতরণ করতে গিয়েই পরমব্রত ও পিয়ার বন্ধুত্ব হয়।

পরে সেই বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। এবার সেই পিয়ার সাথে আগামী জীবনটাও একসাথে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন এতদিন ধরে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবেই পরিচিত থাকা পরমব্রত। তবে কেবল পিয়াই নয়, এর আগে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, ফরাসি চিকিৎসক ইকা’র সাথেও সম্পর্কে জড়ান পরমব্রত। টলি পাড়ার কান পাতলে এখনো সেই সম্পর্কের কথা জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights