গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে ট্রাক চাপায় ঘুমন্ত শশী ভূষন বাড়ৈ (৭০)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে আবেদন করে লাশ নিতে চাইলে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। তারা ময়না তদন্ত করতে চইলে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।