গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত বেড়ে ১০

ঢামেক প্রতিনিধি
গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আহতের সংখ্যা আরো দু’জন বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। এর আগে তারা দু’জন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরা হচ্ছেন ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)।

এর আগে একই পরিবারের চারজনসহ ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের এখানে নতুন করে দু’জনসহ ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে হালিমা বেগমকে (৫০) আইসিইউতে ও ওয়াহিদাকে (২৬) এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও গত রাতে আসা শিশুসহ ৮ জনকে এইচডিইউতে রাখা হয়েছে। আহতদের মধ্যে সবাই কমবেশি শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত।

আহত বাকিরা হচ্ছেন ডেইজি আক্তার রত্না (৪০), তার স্বামী মো: ইকবাল হোসেন (৪৮), তাদের দুই ছেলে রেহান (৬) ও দিহান (১১)। এছাড়াও ডা: কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), এমডি মাসুদ রানা (৩১), আসিফ মো: খাঁন (৩০)।

এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights