গৌরনদীতে দুই বাসের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে একটি বাস পাশের ডোবায় এবং অপরটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় উপজেলার আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই এলাকায় যান চলাচল সাময়িক বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে ইলিশ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাস দুটি আশোকাঠি এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। ইলিশ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঠেকে যায়। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। ডোবায় পরে যাওয়া বাস থেকে সকল যাত্রীকে উদ্ধার করে তারা। এদের মধ্যে থেকে ২০ জন আহত হয়। অপরদিকে গাছে ধাক্কা লেগে ওই বাসের পাঁচ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে আছফিয়া (৪), শান্তা (২০), ছালাম মোল্লা (৪৫), আকাশ মোল্লা (৪২), ইরা (২৭), আয়শা ফেরদৌসী (৩৫), সাফিয়া (৬), শাহারা (৩৫), রিয়াদ (২১), মোস্তাফিজুর রহমান (৪৫), নুসরাত (১), ফারহানা আক্তার (৩৩), রুহুল আমিন (৪৫), রিয়াদ ফারহান (৭), শাজরিন (৭) ও আবুল বশারকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বাস যাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত কোনো যাত্রী পাইনি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস দুটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights