গ্রেনেড হামলার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের রায় কার্যকর করার দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাশেম রেজার নেতৃত্বে মোটরসাইকেল র‌্যালি ও গাড়িবহর নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্নাল শেখ, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন আর রশিদ মোল্লা, পারকেস্টপুর মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, উথলী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরফরাজ উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আইনদ্দিন মেম্বার, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার জহির উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights