গ্লোবাল এনআরবি চেম্বারের প্রেসিডেন্টের আশাবাদ ‘স্মার্ট বাংলাদেশ গঠনে বেসিসের নতুন কমিটি যথাযথ ভূমিকা পালন করবে’

১১ মে ২০২৪: গ্লোবাল এনআরবি চেম্বারের সভাপতি শাহ্ নেওয়াজ এমবিএ ২০২৪-২৬ সালের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এই নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’ বেসিস-এর কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের মধ্যে ৮টি পেয়েছে।

শাহ্ নেওয়াজ এমবিএ বলেন, ‘বেসিস বরাবরের মতোই তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশাবাদী যে, এই নতুন কমিটি আগামীদিনেও একই ধরনের ভূমিকা পালন করবে এবং এই কমিটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সহায়ক হিসেবে যথাযথ কাজ করবে।’

তিনি বিশ্বাস করেন যে, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে বাংলাদেশী প্রতিভা যারা বৈশ্বিক পরিমণ্ডলে এবং বাংলাদেশে কাজ করছে তাদের কাজে লাগানোর জন্য বেসিস এবং গ্লোবাল এনআরবি চেম্বার একসাথে কাজ করবে।

গ্লোবাল এনআরবি চেম্বারের সভাপতি শাহ্ নেওয়াজ এমবিএ বেসিস-এর নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights