ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গোটা নীলফামারী
নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে গোটা নীলফামারী। ঘন কুয়াশা আর কনকনে শীতের সাথে যোগ হওয়া হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
কুয়াশার চাঁদর ভেদ করে সূর্য তাপ ছড়াতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন শ্রেণির মানুষ। নিতান্তই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তারা। অন্যদিকে তিস্তা পাড়ের হাজারো মানুষ পড়েছেন করুণ অবস্থায়। ঘর থেকে বের হতে না পারায় এলাকার মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন।