ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি:

ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কের হরিপাড়া বেগুনবাড়ী চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কে একটি বালু বোঝাই ট্রাক্টর ওই স্থানে বিকল হয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ৫ জন যাত্রী নিয়ে ব্যাটারী চালিত অটো ভ্যান ট্রাক্টরটি অতিক্রম করছিলো। একই সময় বিশ্ব ইজতেমা থেকে ফিরে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরসহ ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে গিয়ে সড়কের পার্শ্বের খাদে উল্টে যায়।
অপরদিকে বাসের ধাক্কায় ভ্যানটিতে থাকা যাত্রী তিথি রায় (১৭) ঘটনাস্থলেই মারা য়ায় ও রতনা বালা (৫০) কে হাসপাতালে আনার পথে মারা যায়। একই দূর্ঘটনায় গুরুতর আহত হয় শিশু অর্পনা (৭) ও করুনা বালা (৭০) অরুনা বালা (৪২)কে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত রতনা বালার স্বামী শ্রী বিজয় চন্দ্র রায় ও তিথি রায়ের পিতা বিধান চন্দ্র রায়। আহত শিশু অর্পনার পিতা বিকাশ চন্দ্র রায়, করুনা রায়ের স্বামী সম্ভু রায় ও অরুনা বালার স্বামী বাবু চন্দ্র রায়ের বাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশাইন গ্রামের। তারা একই পরিবারের সদস্য নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে নাতীর বিয়ে বাড়ীতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights