চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

আহতরা হলেন- ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে আবদুল গণি ও আবুল ফজলের ছেলে মো. আদিল। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁশিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন বলেন, খবর পেয়ে মানিকপুর বনবিটের বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়েছে। এখন ধানের মৌসুম হওয়ায় ধান খেতে বন্যহাতি লোকালয়ে চলে আসে। তাই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশ এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights