চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের দুইদিন পর মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় মংছিলা মার্মা (৩০) নামে আদিবাসী এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরমুখ মাতামুহুরী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মংছিলা মার্মা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড ছোট বমু এলাকার ওসাইপ্রু কারবারীর ছেলে। এর আগে গত শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীতে নিখোঁজ হয় মংছিলা।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার আবদুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে পার্বত্য উপজেলার লামা বাজার থেকে ঘরে ফেরার পথে মংছিলাসহ তিন ব্যক্তি মাতামুহুরী নদীর ছোট বমু ঘাট এলাকায় পায়ে হেটে নদী পার হচ্ছিলেন। এসময় স্রোতের মুখে পড়ে তারা। এক পর্যায়ে দুইজন সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও মংছিলা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুজির পর তার খোঁজ মেলেনি।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মাতামুহুরী ব্রীজের বমুর মুখ এলাকায় মংছিলা মার্মার লাশ স্থানীয় লোকজন পানিতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের এসআই গোলাম সরওয়ারের নেতৃত্বে একদল পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় মংছিলার লাশ উদ্ধার হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, উদ্ধার যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights