চট্টগ্রামের এমপির ছবি ব্যবহার করে প্রচারণা, জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর সমর্থনে সরকারি অফিস ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদকে ১০ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও নির্বাচনী ব্যানারে স্থানীয় এমপি আব্দুল মোতালেবের ছবি ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে সমর্থক আলী আহামদকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকালে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় এক ইউপি চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights