চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেফতার ২৮

চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ২৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিমের (সিএমপির) জনসংযোগ বিভাগ।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে এই ধরনের আসামিদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোতোয়ালি, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদসহ বিভিন্ন থানায় এসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদধারী নেতা রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের কর্মী মো. মামুন (৩৭), পাঁচালাইশ থানার আসামি আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ(৩৫), কর্ণফুলী থানার আসামি কর্নফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), সদরঘাট থানার আসামি মো. রিপন মিয়া (৪১), মো. সাজ্জাদ হোসেন (২৫), পাহাড়তলী থানার থানার আসামি মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), পাহাড়তলী থানার ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রায়হান (২২), আকবরশাহ থানার আসামি মো. জিসান (২৪), মো. হানিফ সুমন (৪২), চান্দগাঁও থানার আসামি মো. মনির (৩৭), বাকলিয়া থানার আসামি খোরশেদ আলম (৫০), বাকলিয়া থানার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), ইপিজেড থানার আসামি মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), বন্দর থানা ছাত্রলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন অনিক(২৫), পতেঙ্গা মডেল থানার আসামি মো. তসলিম (৩৮), খুলশী থানার আসামি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (১৮) ও ইকবাল হোসেন (৩৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights