চট্টগ্রামে আলুর আড়তে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার রেয়াজুদ্দিন বাজারের চারটি আলুর আড়তে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় এ জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি অন্য আড়তদরকে সতর্ক করা হয়।

জরিমানা করা আড়তগুলো হল- কুসুমপুরা ট্রেডার্সকে ৫ হাজার, মামুন ট্রেডার্সকে ৫ হাজার, শাহ্ আমানত ট্রেডার্সকে ৫ হাজার এবং ইউসুফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা।

অভিযানের সময় আলু ব্যবসায়ীরা দাবি করেন, জমি থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আলু আসতে বেশ কয়েক হাত বদল হয়। মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। পাইকারি ব্যবসায়ীদের কাছে থেকে কিনে নিয়ে গিয়ে খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফা আদায়ের জন্য বাড়তি দামে আলু বিক্রি করে। তাই আলুর দাম বেশি রাখার জন্য তারা বাজারের খুচরা ব্যবসায়ীদেরকেই দায়ী করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আলুসহ নিত্য পণ্য নিয়ে সিন্ডিকেট করে রেখেছে এমন কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ হতে ধরনের অভিযান চলমান থাকবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পেপারলেস বিজনেস করা যাবে না। আমরা সব সময় বলি, রশিদের মাধ্যমে ক্রয়-বিক্রয় করার জন্য। কিন্তু দেখা যায়, এটা না করে সিন্ডিকেট হিসেবে এক শ্রেণীর ব্যবসায়ী ব্যাবসা পরিচালনা করেন। এটা কখনোই কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights