চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা বিশেষ অভিযান চালিয়ে সাত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার ২৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
মেট্রো অঞ্চলের সহকারি পরিচালক সোমেন মন্ডল বলেন, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল মামুন শাওয়ালের কাছ থেকে ২ হাজার পিস, মো. লিটনের কাছ থেকে ৯শ’ পিস, মো লাবুল ও হাফিজুর রহমানের কাছ থেকে ৩৭৫০ পিস, আনিসুর রহমানের কাছ থেকে ১ হাজার ৯৪০ পিস, করিম উল্লাহর কাছ থেকে ৯০০ পিস এবং মো. আজিজের কাছ থেকে ৭৮০ পিসসহ মোট ১০ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে নগরীর বিভিন্ন থানায়।