চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানচালক ফরিদ মিয়া এবং হেলপার নুর হোসেন সবুজকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে মহাসড়কের চুনতি বন বিভাগের চেক পোস্ট এলাকায় এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল, কাভার্ড ভ্যানে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানের চালকের পেছনে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে চালক ফরিদ মিয়ার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সবুজের তথ্যের ভিত্তিতে ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।