চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, শিশু ফাতেমাকে গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রমের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ৭ হাজার ২২৩ জন। এর মধ্যে চলতি মাস সেপ্টেম্বরেই আক্রান্ত হয় ১ হাজার ৪৩৬ জন। চলতি বছর এখন পর্যন্ত মারা যান ৬২ জন। এর মধ্যে সেপ্টেম্বরে মারা যান ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights