চট্টগ্রামে মোটর গ্যারেজে আগুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের দেওয়ান হাট মোড় এলাকার আরমান হোটেলের পাশের একটি মোটর গ্যারেজ আগুনে পুড়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৩ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের মোবিলাইজার কফিল উদ্দিন বলেন, শর্ট সার্কিট থেকে একটি মোটর গ্যারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই আমরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।