চট্টগ্রামে ৬ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চকবাজার, জামালখান এলাকার কিশোর গ্যাং ভিত্তিক ফেইসবুক গ্রুপ ‘ডট গ্যাং’ গ্রুপের প্রধান হোসাইনুল আমিন মিমসহ (১৬) তার ৬ সহযোগিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ চকবাজার বালি আর্কেডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা অন্যরা হল- সামিউল ইসলাম (১৬), আহনাফ শাহরিয়ার (১৬), শরিফুল ইসলাম (১৬), শানিপ শাহীদ (১৬), মাশহাদ সিদ্দিকী (১৬) ও আবু তারেক (১৬)।

র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ফেসবুক আইডি খুলে তাদের বিভিন্ন অপকর্মের ছবি, ভিডিও আপলোড করে নিজেদের ত্রাশ হিসেবে পরিচিত করার চেষ্টায় ছিল। তাদের গ্রুপে আনুমানিক ৪০ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা সবাই একই কোচিং সেন্টারের নিয়মিত ছাত্র ছিল। সেখান থেকে তাদের পরিচয় এবং একসাথে চলা ফেরা ও আড্ডা দেওয়া শুরু হয়। আড্ডা দেওয়ার সময় কথিত একটি গ্রুপ তাদের কাজে কর্মে বাধা দিতে থাকে এবং অনেক মারধরও করে। মূলত এখান থেকে “ডট গ্যাং” গ্রুপটির সৃষ্টি ও কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights