চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমাবন্দরে শারজাহ থেকে আসা তুষার নাগীন দাস জেথবা নামে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৬০ গ্রাম স্বর্ণ ও ৪২১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। তুষার নাগীন দাস জেথবা ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর নাসিক শহরের বাসিন্দা।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ বলেন, ওই যাত্রীকে সন্দেহ হলে এয়ারপোর্ট কাস্টমস, চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তা ও শুষ্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights