চন্দনাইশে যুবকের গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভেতর থেকে মোহাম্মদ আজগর (৩৫) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার চন্দনাইশ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজগর চন্দনাইশ পৌর সদরের মিজ্জির দোকান এলাকার নবী আলমের ছেলে।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার প্লাসসহ সরঞ্জাম পাওয়া গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে চন্দনাইশ থানায় চুরির মামলা আছে। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে পাওয়ার স্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights