চমেক হাসপাতালে দুই দালাল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে দুইজন দালাল গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৩ নং ওয়ার্ডর কাড়ালা গ্রামের বাসিন্দা রফিক (৩৫) ও নগরের নিউ মার্কেট এলাকার বাসিন্দা মো. মনসুর (৩৫)।
এর আগে শনিবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলা ১৭নং কিডনি ওয়ার্ডের সামনে থেকে জাকির হোসেনকে এবং হাসপাতালের নিচতলা ন্যায্যমূল্যের ওষুধ দোকানের সামনে থেকে মমতাজ বেগম নামের এক মহিলা দালাল গ্রেফতার করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে দুইজন দালাল গ্রেফতার করা হয়েছে। গ্রেফাতরের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়।