চলন্ত গাড়ি থেকে ব্যাংক কর্মকর্তাকে ফেলে দিলো ছিনতাইকারী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে এক ব্যাংকের কর্মকর্তা রুম্পা সাহাকে (২৭) রাস্তায় ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত রুম্পা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। তিনি ব্যাংকের কধুরখীল শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
ব্যাংকটির এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর আহত অবস্থায় রুম্পাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও এ বিষয়ে কোনো অভিযোগ পাননি জানিয়ে বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে চমেকে চিকিৎসাধীন রুম্পা সাহা জানিয়েছেন, সংগৃহীত কিস্তির টাকা নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কধুরখীল শাখায় যাওয়ার উদ্দেশ্যে আরাকান সড়কে সিএনজি চালিত একটি অটোরিকশায় ওঠেন তিনি। ওই গাড়ির পেছনের সিটে দুইজন ও চালকের পাশে একজন লোক ছিলো। গাড়িটি চলতে শুরু করার কিছুক্ষণ পর পেছনে বসা দুইজন তার মুখ চেপে ধরে ব্যাগ কেড়ে নেওয়া চেষ্টা করে। এসময় তিনি মোবাইল ও ব্যাগ রাস্তায় ছুঁড়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে আমতল এলাকায় চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মোবাইল ও নগদ টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।