চলমান আন্দোলনের নেতৃত্ব দিবে জনগণ: আমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে পিছনে যাওয়ার আর জায়গা নাই। এখন নেতৃত্ব নেতাদের হাতে নেই। নেতৃত্ব চলে গেছে জনগণের হাতে। চলমান এ আন্দোলনের নেতৃত্ব দিবে জনগণ।

বর্তমান সরকারের অধীনে কোন নির্আাচন নয়। নির্বাচন করতেও দেয়া হবে না। জনগণের স্বার্থে তাদের বিদায় নিতেই হবে মন্তব্য করে আমান উল্লাহ আমান বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। চলমান এ আন্দোলন দূর্বার গতিতে চলবে। এ আন্দোলনে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে।

আজ ৯ মার্চ বিকেলে নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে বিএনপির ১০ দফা কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধন কর্মসূচি সফল করতে প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, অবৈধ আওয়ামী সরকারকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে বার্তা দিতে হবে।
আগামী ১১ মার্চ শনিবার ঢাকা মহানগরীর আব্দুল্লাহপুর টঙ্গী ব্রিজ এর সামনে থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, আক্তার হোসেন, মহানগর সদস্য আলাউদ্দিন সরকার টিপু, হাজী মোঃ ইউসুফ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম হোসেন, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, ভাটারার যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, কামাল হোসেন সরকার, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড মাসুম খান রাজেশ, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ১০০ নং ওয়ার্ড বিএনপির সাধরণ সম্পাদক জামাল উদ্দিন শিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights