চাঁদপুরে ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আগামী ১৮ জুন ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬মাস থেকে ১১মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৫৫ জন।

বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা: জাহিদুর জামান, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও রহিম বাদশা, লক্ষন চন্দ্র সুত্রধর প্রমুখ।
ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ওইদিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে ”মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান” এই বার্তাটি প্রচার করতে হবে। অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। তবে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights