চাঁদাবাজির মামলায় রুয়েট ছাত্রলীগের নেতাসহ তিনজন জেলে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
চাঁদাবাজি ও অপহরণের মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর ইনস্টিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী নাজমুল হাসান বাদী হয়ে বুধবার বিকালে মামলাটি করেন। এর আগে গত মঙ্গলবার রাতে তিনজনকে আটক করা হয়।
গ্রেফারকৃতরা হলেন- রুয়েট ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম ওরফে রাতুল (২৪), শিক্ষার্থী নূর মোহাম্মদ ওরফে নাবিল (২৩) ও কামরান সিদ্দিক ওরফে রাশেদ (২৩)। তারা তিনজনই রুয়েটের কেমিকেল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মামলার এজাহারে নাজমুল হাসান উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নাজমুল তার বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন আমতলার পুকুরপাড়ে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে শাহ আলম, নূর মোহাম্মদ ও কামরান নামে তিন তরুণ পুকুরপাড়ে এসে নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছেন জানালে, ওই তিন তরুণ নাজমুলের বান্ধবীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে নাজমুলের বান্ধবীকে তারা ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন।
পরে ওই তিন তরুণ নাজমুলকে জোর করে মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে নাজমুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিন তরুণ মতিহার থানাসংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাতনামা আরও দুই তরুণ তাদের সঙ্গে যুক্ত হন। তারা বিভিন্নভাবে নাজমুলকে হুমকি-ধমকি দিতে থাকে। এক পর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তার কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন।
কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও টাকা না পাঠানোয় নাজমুলকে পাইপ দিয়ে মারধর করা হয়। পরে নাজমুল বাধ্য হয়ে তার বাবাকে ফোন করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তার বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে নাজমুলের বন্ধুরা অপহরণের বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে এবং রাতুল, নাবিল ও রাশেদকে আটক করে। পরে নাজমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বুধবার বিকালে মামলা করেন নাজমুল।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে সেখান থেকে তিনজনকে আটক করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণ তিনজনের নাম উল্লেখ করে এবং দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান বলেন, বুধবার শাহ আলমকে রুয়েট ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।