চার শতাধিক কর্মী ছাঁটাইয়ের নোটিশ বোয়িংয়ের
অনলাইন ডেস্ক
প্রফেশনাল অ্যারোস্পেস লেবার ইউনিয়নের ৪০০-এর বেশি সদস্যকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।
জানা গেছে, সপ্তাহে সোসাইটি অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ ইন অ্যারোস্পেস বা এসপিইইএ’র সদস্যদের কাছে গোলাপি স্লিপের নোটিশ পাঠিয়েছে বোয়িং। নোটিশে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শ্রমিকরা বেতনভুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।
এর আগে, অক্টোবরে বোয়িং ঘোষণা দিয়েছিল, আগামীতে ১০ শতাংশ এবং প্রায় ১৭ হাজার কর্মী চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কোম্পানিটি।
এসপিইইএ ইউনিয়ন জানিয়েছে, ৪৩৮ জন সদস্যকে ছাঁটাই করা হয়েছে। ইউনিয়নের স্থানীয় শাখায় ১৭ হাজার বোয়িং কর্মী রয়েছেন। তাদের অধিকাংশই ওয়াশিংটন রাজ্যে অবস্থান করছেন। তবে কিছু কর্মী ওরেগন, ক্যালিফোর্নিয়া ও উটাহতে অবস্থান করছেন।
৪৩৮ জন কর্মীর মধ্যে ২১৮ জন এসপিইইএর পেশাদার ইউনিটের সদস্য। এর মধ্যে প্রকৌশলী ও বিজ্ঞানীরা রয়েছেন। বাকিরা কারিগরি ইউনিটের সদস্য।