‘চিফ হিট অফিসার’ বুশরা করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত হয়েছেন বুশরা আফরিন। সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) ঢাকা উত্তর সিটি করপোরেশনে ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) হিসেবে নিয়োগ দিয়েছে।

আজ শুক্রবার নমুনা পরীক্ষার তার করোনায় সনাক্ত হয়। বর্তমানে বুশরা বাসায় আইসোলেশনে আছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, কাশির পাশাপাশি বুশরার খানিকটা দুর্বলতাও আছে।
ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উত্তর সিটি করপোরেশনের সাথে সমঝোতা করেছে আর্শট-রক। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা ঢাকা উত্তর সিটিতে বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করেছে। বুশরা ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights