চুয়াডাঙ্গায় গাড়ি চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়েছে। বুধবার সকাল থেকে শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও বিআরটিএ’র আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হামিম হাসান জোয়ার্দ্দার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম ও বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল। কর্মসূচিতে ৫০ জন গাড়ি চালকের বিনামূল্যে চক্ষু, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।