ছয় মাসে জনজীবনে কোনো পরিবর্তন আসেনি : মান্না
অনলাইন ডেস্ক
বিগত ছয় মাসে জনজীবনে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ আরও অনেকক দূর এগিয়ে যেতে পারতো। কিন্তু ছয় মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে। ছয় মাসে জনগণের জীবন যাপনের কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির সুযোগ হয়নি। খুন, ডাকাতি, রাহাজানি, লুটপাট বেড়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ছয় মাস চলে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কী কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি। আমি বলছি না ছয় মাসে সব বদলে দেওয়া যায়। কিন্তু আমি বলব, ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারব।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ আরও অনেকে।