ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্ষেতলালে বর্ণাঢ্য র্যালি
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান ও সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি ক্ষেতলাল উপজেলা পরিষদ থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে র্যালিতে যোগ দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
পরে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রমুখ।