ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কেউ যুক্ত হলে নৈতিক দিক থেকে নষ্ট হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু ইসলামী ছাত্রশিবির তাদের সামাজিক ও নৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, জনগণের হৃদয়ে আস্থা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কনভেনশন হলে মেডিকেলে চান্সপ্রাপ্ত জেলার ২৬ শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আবদুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল মজিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights